কিয়ামতের কিছু আলামত। বর্তমান যার কিছু নমুনা।
কেয়ামতের কিছু লক্ষণ ।
দেখেনতো কয়টা মিলে বর্তমান
অবস্থার সাথে -
(১) পুরুষ অপেক্ষা স্ত্রীলোকের
সংখ্যা বৃদ্ধি পাবে,( সৌদির মেয়েরা পুরুষের ৪ জন স্ত্রী গ্রহণ করার আন্দোলন করছে।)
স্ত্রীগণ
বেপর্দা ও বেহায়াভাবে চলবে।
(২) সম্মানের ও অর্থ উপার্জনের জন্য
বিদ্যা- শিক্ষা করবে, জ্ঞানের জন্য
নয়। (শিক্ষা এখন পন্য, নয়কি?)
(৩) মুসলমানগণ গান-বাজনায় লিপ্ত
হবে ও পরকালভুলে যাবে।
(৪) ৩০ জন
মিথ্যাবাদী নবী বলে দাবি করবে।
(৫) বিধর্মীগণ ইসলাম ধ্বংস করার
জন্য ওঠে পড়ে লাগবে।
(৬) মুসলমানগণ ইসলামী বিধান
অমান্য করবে।
(৭) কখনও অনাবৃষ্টি, কখনও
অতিবৃষ্টি ও দুর্ভিক্ষ হতে থাকবে।
(৮) নানা প্রকার মারাত্মক ব্যাধির
আবির্ভাব হবে ও নুতন নুতন চিকিৎসার
উদ্ভব হবে।
(৯) বিধর্মীগণের প্রভাব ও যশ
বৃদ্ধি পাবে ও তারা কোরান
মিথ্যা প্রমাণ করতে চেষ্টা করবে।
(১০) মানুষের লজ্জাশীলতা ও মায়া-
মমতা হ্রাস পাবে।
(১১) প্রত্যেক জিনিসের স্বাদ, ঘ্রাণ ও
বরকত কমতে থাকবে।
(১২) মানুষ আল্লাহ কে ভুলে অকাজে ও
আমোদ-প্রমোদে লিপ্ত থাকবে।
(১৩) অত্যাচার ও অবিচারের
মাত্রা বৃদ্ধি পাবে। ধূর্তামি,
দাঙ্গাবাজি, চালবাজি, মিথ্যাও
প্রবঞ্চনা করা বাহাদুরী মনে করবে।
(১৪) কমজাত লোকের প্রভাব-
প্রতিপত্ তি বৃদ্ধি পাবে ও শরীকগণ
তাদের লাঞ্ছনা ভোগ করবে।
(১৫) লোকেরা কোরআনের তাযীম
করতে অবহেলা করবে।
(১৬) মানুষের আয়ু কমে আসবে।
(১৭) চরিত্রহীন লোকেরা সমাজের
নেতা হবে।
(১৮) জেনা করা গোনাহ মনে করবে না ও
হায়া(লজ্জা)ওঠেযাবে।
(১৯) ধনীরা গরিবদেরকে ঘৃণা করবে ও
(২০) লোকেরা দাসী-বাদীদের
সঙ্গে জেনা করবে।"(বর্তমান কাজের মহীলাদের সঙ্গে বাড়ির মালিকদের)
দেখেনতো কয়টা মিলে বর্তমান
অবস্থার সাথে -
(১) পুরুষ অপেক্ষা স্ত্রীলোকের
সংখ্যা বৃদ্ধি পাবে,( সৌদির মেয়েরা পুরুষের ৪ জন স্ত্রী গ্রহণ করার আন্দোলন করছে।)
স্ত্রীগণ
বেপর্দা ও বেহায়াভাবে চলবে।
(২) সম্মানের ও অর্থ উপার্জনের জন্য
বিদ্যা- শিক্ষা করবে, জ্ঞানের জন্য
নয়। (শিক্ষা এখন পন্য, নয়কি?)
(৩) মুসলমানগণ গান-বাজনায় লিপ্ত
হবে ও পরকালভুলে যাবে।
(৪) ৩০ জন
মিথ্যাবাদী নবী বলে দাবি করবে।
(৫) বিধর্মীগণ ইসলাম ধ্বংস করার
জন্য ওঠে পড়ে লাগবে।
(৬) মুসলমানগণ ইসলামী বিধান
অমান্য করবে।
(৭) কখনও অনাবৃষ্টি, কখনও
অতিবৃষ্টি ও দুর্ভিক্ষ হতে থাকবে।
(৮) নানা প্রকার মারাত্মক ব্যাধির
আবির্ভাব হবে ও নুতন নুতন চিকিৎসার
উদ্ভব হবে।
(৯) বিধর্মীগণের প্রভাব ও যশ
বৃদ্ধি পাবে ও তারা কোরান
মিথ্যা প্রমাণ করতে চেষ্টা করবে।
(১০) মানুষের লজ্জাশীলতা ও মায়া-
মমতা হ্রাস পাবে।
(১১) প্রত্যেক জিনিসের স্বাদ, ঘ্রাণ ও
বরকত কমতে থাকবে।
(১২) মানুষ আল্লাহ কে ভুলে অকাজে ও
আমোদ-প্রমোদে লিপ্ত থাকবে।
(১৩) অত্যাচার ও অবিচারের
মাত্রা বৃদ্ধি পাবে। ধূর্তামি,
দাঙ্গাবাজি, চালবাজি, মিথ্যাও
প্রবঞ্চনা করা বাহাদুরী মনে করবে।
(১৪) কমজাত লোকের প্রভাব-
প্রতিপত্ তি বৃদ্ধি পাবে ও শরীকগণ
তাদের লাঞ্ছনা ভোগ করবে।
(১৫) লোকেরা কোরআনের তাযীম
করতে অবহেলা করবে।
(১৬) মানুষের আয়ু কমে আসবে।
(১৭) চরিত্রহীন লোকেরা সমাজের
নেতা হবে।
(১৮) জেনা করা গোনাহ মনে করবে না ও
হায়া(লজ্জা)ওঠেযাবে।
(১৯) ধনীরা গরিবদেরকে ঘৃণা করবে ও
(২০) লোকেরা দাসী-বাদীদের
সঙ্গে জেনা করবে।"(বর্তমান কাজের মহীলাদের সঙ্গে বাড়ির মালিকদের)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন