কিয়ামতের কিছু আলামত। বর্তমান যার কিছু নমুনা।

কেয়ামতের কিছু লক্ষণ ।
দেখেনতো কয়টা মিলে বর্তমান
অবস্থার সাথে -
(১) পুরুষ অপেক্ষা স্ত্রীলোকের
সংখ্যা বৃদ্ধি পাবে,( সৌদির মেয়েরা পুরুষের ৪ জন স্ত্রী গ্রহণ করার আন্দোলন করছে।)

 স্ত্রীগণ
বেপর্দা ও বেহায়াভাবে চলবে।
(২) সম্মানের ও অর্থ উপার্জনের জন্য
বিদ্যা- শিক্ষা করবে, জ্ঞানের জন্য
নয়। (শিক্ষা এখন পন্য, নয়কি?)
 




(৩) মুসলমানগণ গান-বাজনায় লিপ্ত
হবে ও পরকালভুলে যাবে।
(৪) ৩০ জন
মিথ্যাবাদী নবী বলে দাবি করবে।
(৫) বিধর্মীগণ ইসলাম ধ্বংস করার
জন্য ওঠে পড়ে লাগবে।
(৬) মুসলমানগণ ইসলামী বিধান
অমান্য করবে।
(৭) কখনও অনাবৃষ্টি, কখনও
অতিবৃষ্টি ও দুর্ভিক্ষ হতে থাকবে।
(৮) নানা প্রকার মারাত্মক ব্যাধির
আবির্ভাব হবে ও নুতন নুতন চিকিৎসার
উদ্ভব হবে।
(৯) বিধর্মীগণের প্রভাব ও যশ
বৃদ্ধি পাবে ও তারা কোরান
মিথ্যা প্রমাণ করতে চেষ্টা করবে।
(১০) মানুষের লজ্জাশীলতা ও মায়া-
মমতা হ্রাস পাবে।
(১১) প্রত্যেক জিনিসের স্বাদ, ঘ্রাণ ও
বরকত কমতে থাকবে।
(১২) মানুষ আল্লাহ কে ভুলে অকাজে ও
আমোদ-প্রমোদে লিপ্ত থাকবে।
(১৩) অত্যাচার ও অবিচারের
মাত্রা বৃদ্ধি পাবে। ধূর্তামি,
দাঙ্গাবাজি, চালবাজি, মিথ্যাও
প্রবঞ্চনা করা বাহাদুরী মনে করবে।
(১৪) কমজাত লোকের প্রভাব-
প্রতিপত্ তি বৃদ্ধি পাবে ও শরীকগণ
তাদের লাঞ্ছনা ভোগ করবে।
(১৫) লোকেরা কোরআনের তাযীম
করতে অবহেলা করবে।
(১৬) মানুষের আয়ু কমে আসবে।
(১৭) চরিত্রহীন লোকেরা সমাজের
নেতা হবে।
(১৮) জেনা করা গোনাহ মনে করবে না ও
হায়া(লজ্জা)ওঠেযাবে।
(১৯) ধনীরা গরিবদেরকে ঘৃণা করবে ও
(২০) লোকেরা দাসী-বাদীদের
সঙ্গে জেনা করবে।"(বর্তমান কাজের মহীলাদের সঙ্গে  বাড়ির মালিকদের)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নফস, রুহ, কলব......পরিচয়, ব্যাধি, প্রতিকার

চৌদ্দশ বছরের আমরা এক কাফেলা

হাদিস ছাড়া শুধু কুরআন অনুসরণ কতটুকু যৌক্তিক