সকল নবী রাসুলের দাওয়াতের মুল বিষয় তাওহীদ বা আল্লাহর একত্ববাদ:
মুল বিষয় তাওহীদ
সকল নবী রাসুলের
দাওয়াতের মুল বিষয় তাওহীদ বা আল্লাহর একত্ববাদ:
নূহ (আ) এর দাওয়াত ঃ আল্লাহ তা‘আলা
বলেন: لَقَدْ أَرْسَلْنَا
نُوحًا إِلَى قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُواْ اللَّهَ مَا لَكُم مِّنْ
إِلَـهٍ غَيْرُهُ إِنِّيَ أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ “নিশ্চয়ই আমি নূহকে তাঁর
সম্প্রদায়ের প্রতি প্রেরণ করেছি, তিনি বললেন: হে
আমার সম্প্রদায়! তোমরা একমাত্র আল্লাহ তা‘আলার ইবাদাত কর। কারণ তিনি ব্যতীত তোমাদের
সত্যিকার কোন উপাস্য নেই। (নচেত) আমি তোমাদের জন্য কঠিন দিবসের শাস্তির আশঙ্কা
করছি।” (সূরা আরাফ:৫৯) নূহ (আ) আরও পড়ুন......
ইবরাহীম (আ) এর দাওয়াত ঃ
وَإِبْرَاهِيمَ إِذْ قَالَ لِقَوْمِهِ اعْبُدُوا
اللَّهَ وَاتَّقُوهُ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ “স্মরণ করুন ইবরাহীমের কথা, যখন তিনি তাঁর সম্প্রদায়কে বললেন ঃ তোমরা একমাত্র আল্লাহর ইবাদত কর এবং তাকে
ভয় কর। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জেনে থাক।” সূরা আনকাবুত:
১৬
হুদ (আ) এর দাওয়াত: وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُوداً قَالَ يَا قَوْمِ اعْبُدُواْ
اللّهَ مَا لَكُم مِّنْ إِلَـهٍ غَيْرُهُ أَفَلاَ تَتَّقُونَ “আদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই হুদকে। তিনি বললেন ঃ
হে আমার সম্প্রদায়! তোমরা একমাত্র আল্লাহর ইবাদাত কর, তিনি ব্যতীত তোমাদের কোন সত্যিকার মাবুদ নেই। তোমরাকি এখনও সাবধান হবেনা।”
সূরা আরাফ:৬৫
সালেহ
(আ) এর দাওয়াত: সালেহ (আ) এর দাওয়াত সম্পর্কে আল্লাহ তা‘আলা বলেন: وَإِلَى ثَمُودَ
أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُواْ اللّهَ مَا لَكُم مِّنْ إِلَـهٍ
غَيْرُهُ
“ছামুদ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই সালেহকে তিনি বলেন: হে আমার
সম্প্রদায়! তোমরা একমাত্র আল্লাহর ইবাদাত কর তিনি ব্যতীত তোমাদের কোন সত্যিকার
মাবুদ নেই।“ (সূরা আরাফ: ৭৩)
শুয়াইব (আ) এর দাওয়াত ঃ আল্লাহ তা‘আলা
শুয়াইব (আ) এর দাওয়াতের বর্ণনা দিয়ে বলেন: وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَا
قَوْمِ اعْبُدُواْ اللّهَ مَا لَكُم مِّنْ إِلَـهٍ غَيْرُهُ “মাদয়ান সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই শুয়াইব (আ) কে, তিনি বলেন ঃ হে আমার সম্প্রদায়। তোমরা একমাত্র আল্লাহর ইবাদত কর, তিনি ব্যতীত তোমাদের কোন সত্যিকার মাবুদ নেই। সূরা আরাফ: ৮৫
সব বহুত্ববাদ বর্জন করে দাওয়াত দিলেন
একত্ববাদ বা আল্লাহ তা‘আলার তাওহীদের প্রতি তিনি (সা) বললেন: قولوا لا اله إلا الله
تفلحون
“তোমরা বল একমাত্র আল্লাহ ছাড়া সত্যিকার ইবাদাতের যোগ্য কোন মাবুদ নেই, তাহলেই সকল কাম হতে পারবে।” কেনইবা তিনি তাওহীদের দাওয়াত দিবেন না? এ মিশন নিয়েই তো তিনি এসেছেন, এ নির্দেশইতো
পেয়েছেন। আল্লাহ তা‘আলার নির্দেশ: قُلْ إِنِّي أُمِرْتُ أَنْ أَعْبُدَ اللَّهَ
مُخْلِصًا لَّهُ الدِّينَ – وَأُمِرْتُ لِأَنْ أَكُونَ أَوَّلَ الْمُسْلِمِينَ “বল আমি আদেশ প্রাপ্ত হয়েছি
আনুগত্যে একনিষ্ঠ হয়ে একমাত্র আল্লাহর ইবাদাত করার জন্য এবং আরো আদিষ্ট হয়েছি আমি
যেন সর্বপ্রথম মুসলিম হই।” সূরা যুমার:
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন