ইসলাম অর্থ শান্তি নয়, ইসলাম অর্থ আত্মসমর্প
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
অনেকেই ইসলাম শব্দের অর্থ করেন শান্তি। বর্তমানে বিভিন্ন রাজনৈতিক বক্তৃতায়, আলোচনায় প্রাজ্ঞজনেরা ইসলামকে শান্তির ধর্ম বলে আখ্যায়িত করে থাকেন, তাদের সারবক্তব্য হল ইসলাম খুব নিরীহ,
গোবেচারা টাইপের একটি ধর্ম। অনেকটা খ্রীস্টবাদের একগালে চড় দিলে আরেক গাল
পেতে দাও, তোমার কোর্তা নিয়ে গেলে জোব্বাটিও দিয়ে দাও -এমন। আসলেই
কি তাই? বরং এটা সত্যের চরম অপলাপ। উদ্দেশ্য প্রণোদিত
চক্রান্তের একটি অংশ মাত্র। ইসলাম আরবী শব্দ যার অর্থ আত্মসমর্পন করা । আর শান্তির আরবী শব্দ হচ্ছে
সালাম । আরবী ভাষার বিখ্যাত ও সবচেয়ে নির্ভরযোগ্য অভিধান ইবনে
মানজুর রচিত ‘লিসান আল আরাব’ এ বলা হয়েছে, ইসলাম শব্দটি ‘ইসতিসলাম’
(ﺎﻣﻼﺴﺘﺳﺍ) শব্দচক্রান্তের একটি অংশ মাত্র। ইসলাম আরবী শব্দ যার অর্থ আত্মসমর্পন করা । আর শান্তির আরবী শব্দ হচ্ছে
থেকে নেয়া হয়েছে যার অর্থ হচ্ছে কারো কাছে নত হওয়া, আত্মসমর্পণ করা। অনেকে মনে করেন ﻢﻠﺳ এই তিনটি অক্ষর
থেকে যেহেতু ইসলাম ও সালাম উভয় শব্দের উৎপত্তি, তাই উভয় এর অর্থ একই হবে। অথচ বাস্তবে একই মূল ধাতু থেকে উৎপন্ন বিভিন্ন শব্দের অর্থ ভিন্ন ভিন্ন হয়। যেমনঃ ﻢﻠﺳ থেকে উৎপন্ন শব্দ সমূহ হলোঃ ইসলাম - ﻡﻼﺳﺍ - আত্মসমর্পণ
সালাম- ﻡﻼﺳ - ভালো থাকা / শান্তি সালামা- ﺎﻤﻠﺳ - চামড়ার প্রস্তুতি (ট্যানারী) সালিমা-ﺎﻤﻴﻠﺳ - বিপদ থেকে রক্ষা পাওয়া (স্ত্রী বাচক) সালিম -ﻢﻴﻠﺳ - বিপদ থেকে রক্ষা পাওয়া (পুং বাচক) আসলাম- ﻢﻠﺳﺍ -সপে দেয়া (submit)
ইসতিসলাম- ﺎﻣﻼﺴﺘﺳﺍ -আত্মসমর্পণ করা মুসাল -ﻞﺴﻣ -যাতে কোন মতদ্বন্দ হয়নি (Undisputed) বিস্তারিত জানতে দেখুনঃ সাহিব বিন আব্বাদ [ ﺩﺎﺒﻋ ﻦﺑ ﺐﺣﺎﺼﻟﺍ] (মৃত্যুঃ ৩৮৫ হিজরী) রচিত আল-মুহিত ফিল লুগাহ
[ﺔﻐﻠﻟﺍ ﻲﻓ ﻂﻴﺤﻤﻟﺍ] এর ﻢﻠﺳ অধ্যায়। হানাফী মাজহাবের প্রসিদ্ধ ফিকাহ গ্রন্থ ইমাম ইবনে আবেদীন (রঃ) রচিত রুদ্দুল
মুহতারে ( ﺡﺮﺷ ﺭﺎﺘﺨﻤﻟﺍ ﺭﺪﻟﺍ ﻰﻠﻋ ﺭﺎﺘﺤﻤﻟﺍ ﺩﺭ ﺭﺎﺼﺑﻷﺍ ﺮﻳﻮﻨﺗ) বলা হয়েছেঃ ، ٍّﻲِﻋْﺮَﺷ : ِﻦْﻴَﻬْﺟَﻭ ﻰَﻠَﻋ َﻡﺎَﻠْﺳِﺈْﻟﺍ َّﻥَﺃ ْﻢَﻠْﻋﺍ
ﻰَﻨْﻌَﻤِﺑ َﻮُﻫَﻭ ، ٍّﻱِﻮَﻐُﻟَﻭ . ِﻥﺎَﻤﻳِﺈْﻟﺍ ﻰَﻨْﻌَﻤِﺑ َﻮُﻫَﻭ
ِﺓَﺪْﻤُﻌْﻟﺍ ِﺡْﺮَﺷ ﻲِﻓ ﺎَﻤَﻛ ِﺩﺎَﻴِﻘْﻧﺎِﻟﺍَﻭ ِﻡﺎَﻠْﺴِﺘْﺳﺎِﻟﺍ -ﺭﺎﺘﺤﻤﻟﺍ ﺩﺭ -ِّﻲِﻔَﺴَّﻨﻠِﻟ 6/298 অর্থাৎ, জেনে রাখো, ইসলামের অর্থ দুইটি।
ইসলামী শারীয়াতের পরিভাষায়ঃ এটার অর্থ হচ্ছে ঈমান। আভিধানিক / শাব্দিক অর্থে এর অর্থ হলোঃ আত্মসমর্পণ ِﻡﺎَﻠْﺴِﺘْﺳﺎِﻟﺍএবং মান্য করা ِﺩﺎَﻴِﻘْﻧﺎِﻟﺍَﻭঠিক যেভাবে ইমাম নাসাফীর আল-উমদাহ এর ব্যাখ্যাগ্রন্থে এসেছে। ইমাম ইবনে তাইমিয়া মাজমু আল ফাতাওয়াতে বলেছেনঃ - ُﻩَﺪْﺣَﻭ ِﻪَّﻠِﻟ َﻡﺎَﻠْﺴِﺘْﺳﺎِﻟﺍ ُﻦَّﻤَﻀَﺘَﻳ ُﻡﺎَﻠْﺳِﺈْﻟﺎَﻓ ﻯﻭﺎﺘﻔﻟﺍ ﻉﻮﻤﺠﻣ 3/91
অর্থাৎ, ইসলাম এর অর্থের মধ্যে রয়েছে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলামের শত্রুরা বিভিন্ন ভাবে আমাদের
মধ্যে অনেক ভুল ধারনা ঢুকিয়ে দিতে চায়। যাতে আমরা প্রকৃত ইসলাম না জানি, সেটা থেকে দূরে থাকি, তাহলে তারা আমাদেরকে পরাজিত করে রাখতে পারবে। যার একটা উদাহরণ হলোঃ স্বয়ং ‘ইসলাম’ শব্দের অর্থ এর ভুল
আভিধানিক অর্থের প্রচলন। অনেক মুসলমান সঠিক ব্যাপারটা না জানার কারণে ইসলাম মানে শান্তি বলে থাকেন।
ইংরেজরা যখন কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে, তখন তৎকালীন ইংরেজ গভর্ণর ড. ম্যাকলিকে আলিয়া মাদ্রাসার সিলেবাস তৈরী করার দায়িত্ব দেয়। এই সুযোগে তারা ইসলামের অনেক মৌলিক পরিভাষা; যেমন ইসলাম, ইলাহ, রব,
তাওহীদ, শিরক, তাগুত, জিহাদ ইত্যাদি পরিবর্তন করে। তন্মধ্যে ইসলামের জিহাদ তথা বাতিলের সাথে ইসলামের অনিবার্য দ্বন্দ ও সংঘাতকে এড়ানো জন্য উদ্দেশ্যমূলকভাবে ইসলামের অর্থ শান্তি করে থাকে। আমাদের ইসলাম সম্পর্কিত সঠিক জ্ঞান
অর্জনের শুরু হোক স্বয়ং ‘ইসলাম’ শব্দের অর্থ দিয়ে। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন।
এডিট করা হবে.........
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ভাল লিখেছেন। তবে আত্মসমর্পণের মাধ্যমে জীবনে যে শান্তি আসে সেকথা কিন্তু উহ্য হবে না। লেখাটির আরবি অংশকে এডিট করতে হবে। এম_আহমদ
উত্তরমুছুনজী এম @ M_Ahmed সহমত । আপনার প্রস্তাব গৃহিত। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।
উত্তরমুছুন