শুশুড়-শ্বাশুড়ীকে আম্মা-আব্বা বলে সন্বোধন করা যাবে কি? আমাদের দেশে প্রায় ৯২ ভাগ মানুষই মুসলমান। আমাদের এই দেশের মুসলিম সংস্কৃতি অনুযায়ি সবাই শ্বশুর-শ্বাশুড়িকে আব ্বা কিংবা আম্মা আবার কেউ কেউ বাবা কিংবা মা বলে ডেকে থাকেন। এ বিষয়ে ইসলাম আসলে কি বলে এই নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন যে শ্বশুড়-শ্বাশুড়িকে আব্বা-আম্মা বলা যাবে কিনা বা যদি বলা যায় তাহলে ওই হাদিসের ব্যাখ্যা কী হবে, যে হাদিসে অন্যকে পিতা বলে সম্বোধন করতে নিষেধ করা হয়েছে?
পীর শব্দটি ফার্সি। আরবীতে বলা হয় মুর্শীদ। মুর্শীদ শব্দের অর্থ হলো পথপ্রদর্শক। যিনি আল্লাহর আদেশ-নিষেধ আল্লাহ তায়ালা যেভাবে চান সেভাবে পালন করার প্রশিক্ষণ দেন তার নাম মুর্শীদ বা
শিয়া ও মসজিদে আকসা শিয়াদের নিকট “কুফার মসজিদ মসজিদে আকসা থেকে উত্তম” শিয়া ও মসজিদে আকসা ইসলাম ও মুসলিমের দৃষ্টিতে মসজিদে আকসার মর্যাদার বিষয়ে আমার লেখার উদ্যোগকে অনেকে অযথা শ্রম ব্যয় ও অপ্রয়োজনীয় মনে করবেন। কারণ সবার নিকট মসজিদে আকসার সম্মান স্বীকৃত ও প্রমাণিত,